‘সর্বাত্মক যুদ্ধ’র হুঁশিয়ারি ইরানের
প্রকাশিত : ১১:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৫
ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় কোনোপ্রকার হামলা চালায় তাহলে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
কাতার সফরে সংবাদমাধ্যম আল জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশিত হয়।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে’।
আরাঘচি বলেন, ইরান যেকোনো হামলার জবাব ‘তাৎক্ষণিক এবং সিদ্ধান্ত’ নিয়ে দেবে। আর এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে।
আল জাজিরা বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন।
তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি। পাশাপাশি আমি আশা করি অন্যান্য সকল সমস্যা সমাধান করা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমগ্র বিশ্ব ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে। তা সত্ত্বেও, ফিলিস্তিনি জনগণ তাদের অবস্থান ধরে রেখেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলোকে সমুন্নত রেখেছে। আমি বিশ্বাস করি এটি একটি বিজয় হিসেবে বিবেচিত হবে।
এসএস//
আরও পড়ুন